আগামী কাল শুক্রবার (১৮ জুন) চট্টগ্রামে আসছে চীনের তৈরি করোনাভাইরাস প্রতিষেধক সিনোফার্ম এর ৯১ হাজার ২০০ ডোজ টিকা।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামে টিকার সংকট মেটাতে আগামী কাল শুক্রবার সিনোফার্ম এর ৯১ হাজার ২০০ ডোজ টিকা আমাদের কাছে আসবে। টিকাগুলো সংরক্ষণ করা হবে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে। ইতিমধ্যে এ সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, টিকা হাতে পাওয়ার পর বিতরণ ও প্রয়োগ কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ৫ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙ্গামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়।
প্রসঙ্গত, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা চট্টগ্রামে আসে গত ৩১ জানুয়ারি। পরে ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসে। ৭ ফেব্রুয়ারি শুরু হয় টিকাদান কার্যক্রম।