চট্টগ্রাম সিটির বায়েজিদ বোস্তামী থানায় আমেরিকা প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবুল বড়ুয়াকে গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (১৯ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
বাবুল বড়ুয়া (৩৬) পটিয়া থানার দক্ষিণ ভূর্ষি বড়ুয়া পাড়ার দিলীপ বড়ুয়ার ছেলে।
র্যাব-৭’-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, আমেরিকা প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবুল বড়ুয়া পটিয়ার গৈড়লা তেকোটা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।