চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নতুন প্রযোজনা ‘অমর প্রেম গাথা’ নাটকের টেকনিক্যাল শো অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় একাডেমির মূল মিলনায়তনে এ শোর আয়োজন করা হয়।
নাটকটি নির্দেশনা দিয়েছেন একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষক জোবায়দুর রশিদ ও সহ-নির্দেশনা দিয়েছেন নাট্যকর্মী বিজন চৌধুরী।
একটি নতুন উপস্থাপনায়, নতুন আঙ্গিকে ‘অমর প্রেম গাথা’ হতে যাচ্ছে প্রেম, সংঘাত ও মানবিকতার এক চিরন্তন নাট্যযাত্রা।
নাটকটি নির্মিত হয়েছে উইলিয়াম শেকসপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’র আঙ্গিকে, যেখানে ইতালির ভেরোনা নগরের ক্যাপুলেট ও মন্টাগু পরিবারের দ্বন্দ্বের কাহিনীকে বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে, খান পরিবার ও চৌধুরী পরিবারের শত্রুতার মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।
এই গল্পে রোমিওর জায়গায় এসেছে খান পরিবারের রহমান, আর জুলিয়েটের জায়গায় চৌধুরী পরিবারের জুলেখা।
নাটকে অভিনয় করে ভাস্কর রায়, হুমায়রা তানশি মজুমদার, মো. ফোরকান রাসেল, মো. মনিরুল হক রিয়াদ, মো. ইমরান, অন্তু দে, সালমা আক্তার, শান্তা ইসলাম, সাদমান চৌধুরী, প্রানেশ, সৌরভ দাশ, তাবাসসুম আশরাফ অহনা, অংশী দাশ, অর্ক মজুমদার, খায়রুল, ফয়সাল, স্বপ্ন মজুমদার।
এই নাটকটি শিগগিরেই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশের অন্যান্য জেলার মিলনায়তনে মঞ্চায়ন করা হবে।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আয়াজ মাবুদ বলেন, ‘নাট্যকর্মীদের স্থান হল মঞ্চ, সেই মঞ্চেই শিল্পকলার শিক্ষার্থীদের সুযোগ করে দিয়ে আমরা আমাদের নাটক জগৎকে আরও প্রসার করতে চাই।’
শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন নাটক তৈরি করতে সবার সহযোগিতাকে তিনি নাটকের জন্য ভালো দিক বলে উল্লেখ করেন।
নাটকের আলোক, সেট ও শব্দ আবহাওয়া নির্দেশনায় রয়েছেন জোবায়দুর রশিদ ও বিজন চৌধুরী,
মেকআপ ও কস্টিউম ডিজাইনে বিনা দাশ গুপ্ত।