মানসিক স্বাস্থ্য ও সুস্থতার গুরুত্ব তুলে ধরতে লায়ন্স ক্লাব অব চিটাগাং পরিজাত এলিটের উদ্যোগে ‘মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ডায়ালগ: সাইনিং এ লাইট অন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিইং’ শীর্ষক
সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ভবনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
লায়ন আনজুমান বানু লিমার সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা মো. ইলিয়াছ। কুরআন তেলওয়াত ও তরজমা করেন লায়ন মো. হাবিবুর রহমান এবং আনুগত্য শপথ পাঠ করেন ক্লাব ট্রেজারার লায়ন জেসমিন বাপ্পী। স্বাগত বক্তব্য রাখেন জিএলটি ডিস্ট্রিক কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম।
মূল উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ ও মনোচিকিৎসক এবং সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শফিকা আফরোজ।
মূল আলোচক ছিলেন মনের বন্ধু’র মনোরোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দা ফাতেমা আলম। আলোচক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. ফারাহ নাজ মাবুদ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন চাইল্ডহুড ক্যান্সার চেয়ারপার্সন ও সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন ও রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন পারভীন মাহমুদ।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ে দুইটি সচেতনতামূলক ভিডিও চিত্র দেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, চট্টগ্রামের জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল। উপস্থিত ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, জয়েন ট্রেজারার লায়ন মাঈনুদ্দিন জিলাল, জিএসটি ড্রিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, পিস পোস্টার কনটেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার, এডমিন) লায়ন আশিষ ভট্টচারিয়া, রিজিয়ন চেয়ারপার্সন-ওয়ান লায়ন নিশাত ইমরান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন সাহেলা আবেদিন, লায়ন শুভা নাজ জিনিয়া, লায়ন হোময়রা কবির চৌধুরী ও লায়ন সোহেলা মাহমুদ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. জিল্লুর রহমান, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মো. জামাল উদ্দিন।
আয়োজকরা জানান, মানসিক স্বাস্থ্য বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতার গুরুত্ব বোঝানো এবং ইতিবাচক জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করাই ছিল এ সেমিনারের মূল লক্ষ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন শিপ্রা বড়ুয়া, জয়েন সেক্রেটারি -২ লায়ন সিজারুল ইসলাম, টেইল টু্ইস্টার লায়ন জোবেদা খানম, লায়ন নাদিরা রহমান, লায়ন মো. শরীফ হোসেন মজুমদার, লায়ন আশিকুজ্জামান নূর, লিও প্রেসিডেন্ট তাহমিদ উদ্দিন নিহাদ।