ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জনগণকে সচেতন করে তোলা এখন সময়ের দাবি উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “সুস্থ ও সচেতন নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—এই নীতিই আমাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে।”
রোববার (১৯ অক্টোবর) সিটির চান্দগাঁও শমসের পাড়াস্থ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেমিনারে শাহাদাত হোসেন আরও বলেন, “অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। চসিকের পক্ষ থেকে মেডিকেল জোনকে আমরা ‘পিংক জোন’ হিসেবে সাজিয়েছি। এটি চট্টগ্রামবাসীর জন্য নারীর স্বাস্থ্য সচেতনতার প্রতীকী উদ্যোগ।”
‘স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা অনুযায়ী, প্রতি বছর প্রায় সাড়ে ৬ লাখ মানুষ স্তন ক্যান্সারে মারা যায়। তাই, জনসাধারণের মাঝে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি খুব জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে মৃত্যু হার কমানোর জন্য সচেতনতার কোন বিকল্প নেই।’
তিনি বলেন, ‘আমরা যখন শহরকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার কথা বলি, তখন নাগরিক সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করাও জরুরি। এ জন্য চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। আগামী ২১ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সহজেই নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যা সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এতে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান সম্ভব হবে এবং নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চটগ্র্রাম ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথের ইসি কমিটির চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক, ইসি সেক্রেটারি ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, গাইনী অ্যান্ড অবস বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুসলিনা আখতার, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা শারমিন আকতার ও প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহমিনা হোসাইন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. টিপু সুলতান।