চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে কর্ণফুলী এ জে চৌধুরী স্কুল ও কলেজ মাঠের বাউন্ডারি দেওয়াল নির্মাণে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ জুন) বিকেলে কাজের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ ক্রীড়াঙ্গনের জন্য এই ওয়াল নির্মাণ বড় ভূমিকা রাখবে বলে আমি আশা প্রকাশ করছি। পাশাপাশি জেলা পরিষদ কর্তৃপক্ষ ও শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যানকে বরাদ্ধ দেয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন এজে চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কলেজ গভর্নিং বডির শিক্ষার মানোন্নয়ন ও অর্থ উপ-কমিটির আহ্বায়ক মো: নজরুল ইসলাম চৌধুরী, গভর্নিং বডির সদস্য অধ্যাপক শফিকুর রশীদ, হাজী জাফর ইকবাল হারুন অর রশীদ, মো: ইলিয়াছ মুন্সী, শিকলবাহা স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা মো: ফরিদ, ঠিকাদার মো: জসীম প্রমুখ।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে এ বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য ৪,০০,০০০/-( চার লক্ষ) টাকা বরাদ্ধ দেয়া হয়।