উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চট্টগ্রামে এ বছরের পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। শুধু তাই নয়, চলতি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার বিগত ৬ বছরের পাসের হারের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ২০২০ সাল থেকে প্রতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে।
পাসের হার কমার পাশাপাশি গতবারের চেয়ে এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৪ সালে চট্টগ্রামে জিপিএ-৫ পায় ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী। এবার তা কমে ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া এবারও ছাত্রদের চেয়ে ছাত্রীরা পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এইচএসসি পরীক্ষা ২০২৫ সালের প্রকাশিত ফল পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়।
শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে এই ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব একেএম সামছু উদ্দিন আজাদ উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ৮৮৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন এবং পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ।
চট্টগ্রাম সিটিতে পাসের হার ৭০ দশমিক ৯০ শতাংশ। চট্টগ্রাম জেলায় পাসের হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ শতাংশ ও বান্দরবানে ৩৬ দশমিক ৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে, ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫ দশমিক ৩০ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৭ দশমিক ৮০ শতাংশ।
এবার ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬২ জন। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৩৫ জন। এবারও ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত সংখ্যা দুটোই বেশি।
শতভাগ পাস করেছে― এমন কলেজের সংখ্যা এবার ৮টি। যা আগের বছর ছিল ১৩টি। পাসের হার শূন্য এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৫টি। যা গত বছর ছিল না।