লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো “লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কনটেস্ট ২০২৫’।
বুধবার (১৫ অক্টোবর) আয়োজিত এবারের প্রতিযোগিতার থিম ছিল “টুগেদার অ্যাজ ওয়ান”, যা বিশ্বে শান্তি, ঐক্য ও সহমর্মিতার বার্তা বহন করে।
ক্লাব সভাপতি লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ। অতিথি ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, সিনিয়র গভর্নর এডভাইজার শওকাতুল ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন পারভীন মাহমুদ, রিজিয়ন চেয়ারপার্সন- ওয়ান লায়ন নিশাত ইমরান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন সাহেলা আবেদিন ও লায়ন হোময়রা কবির চৌধুরী।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রজুষা বড়ুয়া, দ্বিতীয় আদিবা সালসাবিল, তৃতীয় সৈয়দা সুবহানা আফরোজ। চিত্রাংকন প্রতিযোগিতায় ৫২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও চিন্তার পরিসর দিয়ে শান্তি, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। বিচারক ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে রবি শংকর ধর ও তানভীরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল নীতি ত্রিপাঠি, ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আনম বোরহান উদ্দিন চৌধুরী, লায়ন আমরিন হোসাইন, লায়ন খাজা মঈনুউদ্দিন, লায়ন ফজলুল রহমান অপু।