চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ক্রীড়া কমিটি আয়োজিত দুই সপ্তাহের ক্রিকেট ফেস্ট-২০২৪ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয়েছে।
ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শরীফ আশরাফউজ্জামান।
ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির চেয়ারম্যান আশুতোষ নাথ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, প্রক্টর এসকে হাবিব উল্লাহ, সিইসি বিভাগের প্রধান জমির আহমেদ, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান জমির উদ্দিন, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন, আইন বিভাগের প্রধান সুরাইয়া মমতাজ, ক্রীড়া কমিটির সদস্য আলী ইকরামুল হক রমি।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৬টি ও ছাত্রীদের আটটি টিম অংশ নিচ্ছে।