জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২১ জুন এক আদেশের মাধ্যমে এড, নিখিল কুমার নাথকে উত্তর রাংগুনীয়া ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত করেছেন, উল্লেখ্য যে, এড. নিখিল একটি সম্ভ্র্ন্ত পরিবারের সন্তান।
তার ২ ভাতিজা দিপন দেবনাথ মন্ত্রী পরিষদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব রিপন দেবনাথ সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক। স্ত্রী উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতির প্রভাষক। বর্তমানে চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত পিপি।
রাংগুনীয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও সাবেক উত্তর জেলা ছাত্রলীগ, আইন কলেজ ছাত্রলীগ, রাংগুনীয়া উপজেলা ছাত্রলীগ, উত্তর রাংগুনীয়া কলেজ ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিলেন।
এড. নিখিলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি দীর্ঘদিন আমার নেতা ড, হাছান ভাইয়ের নির্দেশে রাজনৈতিক কার্যক্রমকরে আসছি। তিনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি মাননীয় মন্ত্রী ও আমার শ্রদ্ধেয় নেতার কাছে চিরকৃতজ্ঞ।