সি আরবি চত্বরে নাগরিক সমাজ চট্টগ্রামের সি আরবি রক্ষা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের ছাত্র ছাত্রীরা।
আজ ২০ আগস্ট শুরুতেই উপস্থিত সকলে নাগরিক সমাজ এর গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে গণস্বাক্ষর প্রদান করেন। এরপর কার্তিক মজুমদার পলাশ এর পাহাড়ি বাঁশির সুর পরিবেশন সি আরবি চত্বর মুখরিত হয়ে উঠে।
ছড়াকার ও ১৭ ব্যাচের ছাত্র আ.ফ.ম.মোদাচ্ছের আলীর সঞ্চালনায় এই একাত্মতা প্রকাশ অনুসঠানে বক্তব্য রাখেন সৈয়দ আহমদ বাদল, এমরান চৌধুরী,ছন্দা চক্রবর্তী, সাইফুল ইসলাম।
ছড়া, কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী ইমতিয়াজ আহমেদ, উমেসিং মারমা,মুনমুন ভৌমিক, স্নিগ্ধা চৌধুরী ও আবৃত্তি সংগঠন স্বপ্নযাত্রীর সভাপতি আলী প্রয়াস।পরে র্যালির মাধ্যমে অনুসঠান শেষ হয়।
















