চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৩৭ লাখ টাকা মূল্যের ২শ’ বোতল ফেন্সিডিল, ১১ হাজার পিস ইয়াবা, ১২ কেজি গাঁজা এবং সাড়ে ৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
বুধবার (১৮ আগস্ট) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত চট্টগ্রামের ভাটিয়ারি, সীতাকুণ্ড ও নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শাহ আলম ওরফে আলম (৪২), বাচ্চু মিয়া (৪৫), লিটন মিয়া (৪১), শফি আলম (২০), সালমা খাতুন (২৩) এবং মো. শাহজালাল (৩২)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, বুধবার রাত ১১টায় ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা এবং সাড়ে ৯ লিটার চোলাই মদসহ শফি আলম ও সালমা খাতুনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা।
অপরদিকে, বুধবার দিবাগত রাতে নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবাসহ মো. শাহজালালকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এছাড়া আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সীতাকুণ্ডের বানুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেন্সিডিলসহ শাহ আলম ওরফে আলম, বাচ্চু মিয়া ও লিটন মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় পৃথকভাবে ৮টি মামলা রয়েছে।
আসামি এবং উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
















