চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ‘আল মদিনা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস’ নামে একটি রেস্টুরেন্টে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ হাজার নগদ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন রেস্টুরেন্টের মালিক মোজাম্মেল হক শাকিল।
মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে একটি পাকা ভবনে রেস্টুরেন্টটির অবস্থান।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রেস্টুরেন্ট বন্ধ করে কর্মচারীরা সবাই পাশের একটি বাসায় ঘুমাতে যান। কিন্তু এদিন তারা রেস্টুরেন্টের পেছনের দরজার তালা লাগাতে ভুলে যান। এতে রাত ১টার দিকে চুরির ঘটনা ঘটে।
রেস্টুরেন্টের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে দেখা যায়, মধ্যবয়সী গেঞ্জি, লুঙ্গি ও টুপি পরিহিত এক ব্যক্তি রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে ঢুকছেন। এ সময় তাকে রেস্টুরেন্টের ক্যাশবক্স থেকে নগদ টাকা নিতে দেখা যায়। একই সময়ে তিনি টিভিসহ বেশ কিছু সরঞ্জাম নিতে চেষ্টা করেও ব্যর্থ হন।
রেস্টুরেন্ট মালিক মোজাম্মেল হক বলেন, ‘আজ (বুধবার) সকাল ৮টার দিকে দোকান খুলেই চুরির ঘটনা জানতে পারি। আমার প্রায় ১৫ হাজারের মতো নগদ টাকা চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে চুরি করতে দেখা গেছে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেয়া হবে।’ এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে থানায় যাচ্ছি বলে জানান তিনি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
















