জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে দিনব্যাপি কালোব্যাজ ধারণ,শোক র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিবেদন,দোয়া মাহফিল, বৃক্ষরোপনসহ নানা কর্মসূচি পালন করা হয়ছে।
১৫ আগস্ট (রোববার) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মাধ্যমে দিন ব্যাপি কর্মসূচির শুরু করা হয়।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আবরার আহমেদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক চিন্ময় দেবনাথ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাগরময়, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এস.এম. আতাউল্লাহ সহ প্রমুখ।
এইসময় বক্তরা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।তাই আমরা ছোট শিশুদের নিয়ে শহীদদের জন্য করা দোয়া মাহফিলে তাদের বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং ১৫ আগস্টের ভয়াবহতা তুলে ধরেছি।”
















