চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার (১৫ আগস্ট) সকালে কালো ব্যাজ ধারণ করে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর উপজেলার এ.জে. চৌধুরী কলেজর স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চলনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, ইন্জিনিয়ার ইসলাম,এস এম সালেহ,জাহাঙ্গীর আলম চেয়ারম্যান,মোঃ ইসমাইল, এস এম হোসাইন, সেলিম উল্লাহ, নূরে আলম মেম্বার, দিদারুল ইসলাম চৌধুরী, আমির আহমদ, দিদারুল আলম চেয়ারম্যান, নাজিম উদ্দীন হায়দার, মেজবাহ উদ্দিন খান, জাহাঙ্গীর আলম ওয়াহেদ,আব্দুল মন্নান, সৈয়দ আহমেদ, রফিক আহমদ চেয়ারম্যান, এস এম রফিক উল্লাহ,নুরুল হক চেয়ারম্যান, মোঃ রফিক ,আবদুল মন্নান খান, আবদুল করিম ফোরকান,কামাল আহমেদ রাজা,জাফর ইকবাল, ইন্জিনিয়ার হাসমত আলী, ওসমান গনি মেম্বার, শহিদুল্লাহ মিয়া,হাফেজ শাহ আলম,মোঃ আজাদ,সোলেমান, এম এ মারুফ, নূর আহমেদ, মামুনুর রশীদ তালুকদার, শেখ আহমেদ, সেলিমুল আলম,সোলেমান তালুকদার, সেলিম হক, সাহেদুর রহমান সাহেদ,বানাজা বেগম নিশি, সাজ্জাদ হোসেন সাজিদ, এম সাইফুদ্দিন, সালাউদ্দিন নয়ন,আজাদ সোহেল, নোমান,দেলোয়ার হোসেন জনি,নুর মোহাম্মদ নাঈম প্রমুখ।
এছাড়া আওয়ামীলীগের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নের্তৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইসময় বক্তরা বলেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিজেদের চাওয়া-পাওয়াকে ভুলে দল মত নির্বিশেষে জাতির জনকের আদর্শে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন বঙ্গবন্ধু অমর হয়ে থাকবেন।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মাওলানা ইউনুছ ওয়াহেদী মুনাজাত পরিচালনা করেন।
















