চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ রোববার ১৫ আগস্ট সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম।
পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান দিদারুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের উদ্যােক্তা মোঃ ফারুকের সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হারুন মেম্বার, কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মেম্বার, সানোয়ারা মেম্বার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মজিবুর রহমান সুমন, যুবলীগ নেতা ইয়াসিন মাসুদ, আব্দুল হান্নান, পারভেজ ইসলাম টিটু, জুসি হোসাইন, যুব নেতা রেজাউল করিম টিটু, এমএ করিম, নেজাম উদ্দিন, সিরাজ, রিকি, আনিস, তৌহিদ মুন্সি, জসিম, ফিরোজ, মহিউদ্দিন, লক্ষীন্দর, নঈম, ইলিয়াস, খোকন, জুয়েল, কায়সার, এহসান, মাবুদ, জামাল, লোকমান, কামাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজাদ সোহেল, আহবায়ক কমিটির সদস্য আবুল বাশর ছোটন, ছাত্রনেতা বিকি, হামিদ, দেলোয়ার, নাজিম, রাফি, ইব্রাহিম, আরাফাত, তানভীর, ফোরকান, নেজাম, শহিদ, আরিফ, পিয়ারু, রায়হান, ইমতু, আব্দুল্লাহ, সাইফু, প্রান্ত প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে খুনিরা চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশি জাতীয়তাবাদ ও স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলতে। এই দেশবিরোধী অপশক্তি এখনও সক্রিয়। এরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি চায় না। বঙ্গবন্ধু আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। তিনি চেয়েছিলেন একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করে এগুতে হবে।
















