চট্টগ্রাম আনোয়ারায় পৃথক অভিযানে মাদক মামলায় পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগষ্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের মোঃ রফিক (৪০), পরৈকোড়া ইউনিয়নের তালসরা গ্রামের সরু মিয়া(৪০), মানত বড়ুয়া, টিপু বড়ুয়া, চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোঃ মোরশেদ (৪২)।
জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(খ) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো।
এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, ৫জন পলাতক আসামিকে আজ গ্রেফতার করা হয়েছে । আটককৃতদের বিরুদ্ধে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো । তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
















