লকডাউনের কবলে নিঃস্ব, অসহায় ও সহায় সম্বলহীন মানুষ। সারাদেশে সরকারের পাশাপাশি অসহায় ও সহায় সম্বলহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অনেক বিত্তবান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এরই মধ্যে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের আশপাশের এলাকায় নিঃস্ব, অসহায় ও সহায় সম্বলহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল মোবারক ফাউন্ডেশন ও নবী ফাউন্ডেশন ।
কর্মহীন মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছে সংগঠনটি। শনিবার (১৪ আগস্ট) সকালে আল মোবারক ও নবী ফাউন্ডেশনের উদ্যােগে ভাটিখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফাউন্ডেশনের উপদেষ্টা মাহবুবুব আলম ও লিয়াকত আলী ৫০০শ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ফাউন্ডেশনকে খাদ্য সামগ্রী জন্য অনুদান
দেন দক্ষিণ জেলার আওয়ামী লীগের সদস্য সেলিম নবী ও সাবেক মেজর মাহাবুব আলি ও আয়েশা বেগম।
এ সময় আল মোবারক ও নবী ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনার প্রার্দুভাব শেষ না হওয়া পর্যন্ত এ সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন উক্ত ফাউন্ডেশন উপদেষ্টা মাহবুবুব আলম ও লিয়াকত আলী।
এই সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের সদস্য দিদারুল আলম, মো. হোসেন , মাস্টার ফারুক হোসেন, মেম্বার নজরুল ইসলাম, আমিনুল হক, মো. নাজিম উদ্দীন, শারুক হোসেন, সাজ্জাদ, মো.শোয়াইব, মো. ফয়সাল, জামিল হোসেন, মো. রাব্বি, ইফতি, নয়ন, প্রমুখ।
















