দেশের আর্ন্তজাতিক বিমানবন্দর গুলোতে করোনা র্যাপিড টেস্ট বুথ স্থাপনের মাধ্যমে আরব আমিরাত থেকে ছুটিতে আসা বাংলাদেশীদের পূনঃপ্রবেশের ক্ষেত্রে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন প্রবাসীরা।
আজ (১৪ আগস্ট) শনিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আরব আমিরাতে কর্মরত প্রায় ১৫ হাজার প্রবাসী কিছু কূটনৈতিক জটিলতার কারনে ৪ মাস ধরে বাংলাদেশে আটকা পড়ে আছি। যার ফলে আমাদের অনেক প্রবাসীর চাকরি ও ভিসার মেয়াদ উত্তীর্ন হতে যাচ্ছে। করোনা পরিস্থিতি পুনরায় জটিল আকার ধারণ করায় গত ১২ মে ভারত ,পাকিস্থান, বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। আমিরাত সরকার বিগত জুন মাসে প্রত্যেক দেশের সরকারি মিশনকে ফ্লাইট চালুর বিষয়াবলি ধার্য করে দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম শর্ত ছিল প্রতিটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা র্যাপিড টেস্ট বুথ স্থাপন করতে হবে। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকাসহ দেশগুলো তাদের কূটনীতিক সমস্যা সমাধান ও করোনা র্যাপিড টেস্ট বুথ স্থাপন করায় ৫ আগস্ট থেকে তাদের ফ্লাইট চালু করে দেয়।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে এখনো করোনার টেস্টে এ বুথ স্থাপন করা হয়নি।যার ফলে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত। এর মাশুল দিতে হচ্ছে ১৫ হাজার প্রবাসীকে।
এসময় বক্তারা ১৫ হাজার প্রবাসীর মানবিক কথা চিন্তা করে র্যাপিড টেস্ট বুথসহ যাবতীয় সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্দনে প্রবাসী সমাজ কল্যাণ সমিতি ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নেতৃবৃন্ধসহ আবর আমিরাত প্রবাসী রুবাইদুর রহমান, সৈয়দ আরিফ পারভেজ, মো, আব্বাস ও সাহিদা বেগমসহ শ’খানেক আরব আমিরাত প্রবাসী উপস্থিত ছিলেন।
















