রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়নে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট ) দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব।
জানা যায় ,২০২১-২২ চক্রের বরাদ্দ কৃত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৭৬ জন কার্ডধারী হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে দুই মাসের ৬০কেজি চাউল এবং সকলের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এই বিষয়ে চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ও আনোয়ারা ও কর্ণফুলীর উন্নয়নের রুপকার ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি,র সহযোগিতায় অসহায়দের মাঝে বিনামূল্যে চাল তুলে দিতে পেরেছি।
প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রী প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণ চলমান রয়েছে। পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে ২০০ শত টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুই বছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে।
যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে। ইউপি সদস্য বৃন্দদের সহযোগিতায় প্রত্যেক কার্ড ধারীর হাতে এ চাউল তুলে দেওয়া হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব আবদুল হান্নান ও সকল ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















