হালদা-কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
বুধবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ২টি সুতার ভাসান জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাল প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক দেড় হাজার মিটার করে মোট ৩ হাজার মিটার। জালগুলো ভেজা থাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা সম্ভব হয়নি। সেগুলো হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পে আছে। পরবর্তীতে জালগুলো ধ্বংস করা হবে। হালদার মোহনায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
















