নগরীর হালিশহর থানার এ ব্লক এলাকায় মাদ্রাসার ছাদ থেকে লাফিয়ে মো. মেহেদী (১২) নামে এক ছাত্র আত্মহত্যা করেছে।
আজ বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ব্লকের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী কুমিল্লার দৌদ্দগ্রাম থানার প্রবাসী মো. আবদুল কাদেরের ছেলে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন গতকাল মঙ্গলবার তাকে মাদ্রাসায় দিয়ে গেলে আজ দুপুর দেড়টার দিকে সে মাদ্রাসার ছাদ থেকে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আমাদের ধারণা বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সে মাদ্রাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
















