নগরীর চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চুরির অভিযোগ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)। এসময় চোরাইকৃত ৬টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দিন প্রকাশ মিজান (৩৯)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আরফাতুল ইসলাম বলেন, ডগোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি সিএনজি অটোরিকশাসহ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চোরাইকৃত গাড়ির মূল্য আনুমানিক ৩৩ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে সিএনজি অটোরিক্সা চুরি করে গাড়ির ইঞ্জিন, চেসিস নম্বর ও রঙ পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরি করেন। পরে তারা গাড়িগুলো অন্যজনের কাছে বিক্রি করে দেন।চোরাইকৃত গাড়ির মূল্য আনুমানিক ৩৩ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
















