নগরীর কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১১ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে কার নিয়ে অস্ত্র বিক্রি করতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া থানার শোভনদন্ডী এলাকার মো. ফিরোজের ছেলে মো. কায়েস (২৩) , ডবলমুরিং থানার ২৭ নং ওয়াড়ের সামছুল আলমের ছেলে নজরুল ইসলাম আনু (২৫), ও সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার লালু মিঞার ছেলে সাজ্জাদ হোসেন সজীব (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ থেকে একটি কার গাড়িতে করে একজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির উদ্দেশ্যে নগরীর বক্সিরহাট এলাকার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি দল বক্সিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করে। পরে সন্দেহজন গাড়িটিকে থামানোর সংকেত দিলে গাড়ি থেকে নেমে মো. কায়েস পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।
কায়েসকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র হালিশহর থানার মুহুরী পাড়া উত্তরা আবাসিক এলাকা থেকে কমদামে অস্ত্রটি কিনে কোতোয়ালী এলাকায় বিক্রির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যমতে মুহুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রব্যবসায়ী নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীব কে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত কায়েস, নজরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন দীর্ঘদিন থেকে অস্ত্র কেনাবেচা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
















