কর্ণফুলীতে ক্যান্সার, কিডনি, লিভার ও হার্ট এর ২৬ জন রোগীকে চিকিৎসার জন্য ১৩ লাখ টাকা অনুদান দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
রোববার দুপুরে উপজেলার হলরুমে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কর্ণফুলী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আহমদ, নাজিম উদ্দিন হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খাঁন, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল আহমদ রাজা, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ফোরকান, যুবলীগের সভাপতি সোলেমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান, উপজেলা ছাত্রলীগ আহবায়ক সাজ্জাদ সাজিদ, যুগ্ম-আহবায়ক সাইফুউদ্দিন , মহসিন, আজাদ, নোমান প্রমূখ।
















