চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)এর সাবেক গণিত বিভাগের গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফাদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ২০২০ সালের ০৬ আগস্ট মারা যান এই অধ্যাপক।
এ উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত এলামনাই এসোসিয়েশন (Cumaa) এর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, কোরান খতমসহ নানা কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গণিত বিভাগের চেয়ারম্যান ও চবি গণিত এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ, ইউজিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনসুর চৌধুরী, বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ ফোরকান, আবু শহীদ মোহাম্মদ মঈনুদ্দীন, মোহাম্মদ ইরফানুল কবীর চোধুরী, এলামনাই আবদুল কাইয়ুম, মোহাম্মদ নুর, মোহাম্মদ আনিস প্রমূখ। এলামনাইয়ের সেক্রেটারি ড. মোহাম্মদ জালাল এর সার্বিক তত্ত্বাবধানে এ সকল কর্মসূচি পালন করা হয়।
















