প্রফেসর ড.অনুপম সেন এক জ্যোতির্ময় মানুষ। অনুকরণীয় আর্দশের নাম আলোকবর্তিকা৷ সদা হাস্যোজ্জ্বল, পরিশীলিত,সংস্কৃতমনা ব্যাক্তিত্ব। তিনি গত ২১ বছর যাবৎ ধরে আমাদের এই প্রতিষ্ঠান ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’-এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর নেতৃত্বে, পরামর্শে জাতীয় ও আতর্জাতিকভাবে প্রতিষ্ঠিত আমাদের এই প্রতিষ্ঠান। তাঁর ৮১ তম জন্মদিনে আমাদের প্রাণঢালা অভিনন্দন। তাঁর নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করি আমরা। তাঁর দেখানো পথে বহুদূর হেঁটে যাক এই প্রতিষ্ঠান।
সংগঠনের পরিচালক প্রমা অবন্তী, সহযোগী শিক্ষিকা -তন্বী দাশ, জয়িতা দত্ত, নিবিড় দাশ গুপ্তা, রিয়া বড়ুয়া, তূষি ভট্টাচার্য, আফসানা ইকবাল হিয়া।
সহকারী শিক্ষিকা-ময়ূখ সরকার এবং কেন্দ্রীয় কমিটি, সকল সম্মানিত অভিভাবক ও প্রণপ্রিয় শিক্ষার্থী। ওটিডিএমসি মিডিয়া পর্ষদ শ্রদ্ধেয় স্যারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
গতবছর তাঁর ৮০ তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার”-এর পেইজ হতে দীর্ঘ১৮ ঘন্টাব্যাপী অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি আমরা।সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা তাতে অংশগ্রহণ করেন।
পাশাপশি সকল বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান ছিল। ২০ বছরের দীর্ঘ পথচলার স্মৃতিসমূহ দেখানোরও উদ্যেগ আমরা হাতে নিই। এবারে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ার কারণে তেমন উদযাপন হাতে নেওয়া হয় নি।
















