হাটহাজারী উপজেলায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল বোর্ড লাগানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জনি দাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার কাটিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জনি দাশ আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন এলাকার অর্জিত দত্তের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব ।
তিনি বলেন, জনি দত্ত আজ সকালে কাজে উদ্দেশ্য হাটহাজারী গেছিলো দুপুরে উপজেলার কাটিরহাট এলাকায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল বোর্ড লাগানোর সময় বিদ্যুৎ এর শটসার্কিট হলে জনি ও তার সহকারী ওখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
















