চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় সোনা মিয়া নামক ব্যক্তির নির্মাণাধীন ৭ তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম জুয়েল মিয়া (২৯)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাইজগাঁও এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ভবনের ওপর কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গুরুতর আহত হন জুয়েল মিয়া।
এ অবস্থায় সহকর্মীরা উদ্ধার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
















