করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ইউনিয়ন পরিষদে টিকাকেন্দ্র স্থাপন করা হচ্ছে।
ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে কর্ণফুলী উপজেলায় টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার, স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ (কর্ণফুলীতে অতিরিক্ত দায়িত্ব) এছাড়াও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা ও করোনার টিকা কার্যক্রম আরও জোরদার করা নিয়ে সভায় সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২৩৫ জনের মৃত্যু; মোট প্রাণহানি ২১,৩৯৭। নমুনা পরীক্ষা ৫৫,২৮৪ ; নতুন রোগী ১৫,৭৭৬। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২৮.৫৪% । এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১২,৯৬,০৯৩ জন । ২৪ ঘন্টায় সুস্থ ১৬,২৯৭ জন; মোট সুস্থ ১১,২৫,০৪৫ জন।
চট্টগ্রামে প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৬ দশমিক ৮৯ শতাংশ। এদিন মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৬ জন উপজেলা এলাকার এবং ৪ জন মহানগর এলাকার বাসিন্দা।
















