সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ বাস্তবায়ন বৃষ্টি ভেজা তৃতীয়দিনেও কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে আনোয়ারা উপজেলা প্রশাসনকে। উপজেলার প্রবেশ পথ গুলোতে ছিলো পুলিশের কড়া নজরদারি।
বিধি নিষেধ অমান্য করে মাস্ক ছাড়া অযথা রাস্তায় বের হওয়া, অহেতুকভাবে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি নিয়ে ঘোরাঘুরি, বিকাল ৩টার পর দোকান পাট খোলা রাখার দায়ে ২১টি মামলায় ১১ হাজার টাকা অর্থদন্ড আদায় করে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ জুলাই) উপজেলার কালাবিবির দিঘির মোড়, চাতরী চৌমুহনী ও উপজেলা সদর, বন্দর সেন্টার, বটতলী , মালঘর বাজার সহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
লগডাইন পরিস্থিতি বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, সাধারণ মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হয় সে ব্যাপারে কঠোর ভাবে সতর্ক রয়েছে উপজেলা প্রশাসন। যারা সরকারী বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে বাহিরে বের হচ্ছে, দোকানপাট খোলা রাখতেছে এবং গাড়ি চালাচ্ছে তাদেরকে আমরা জরিমানা করাচ্ছি।
















