চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকার একটি আবাসিক হোটেল থেকে প্রকৃতি রন্জন চাকমা ওরফে ভদ্র (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলের দিকে লালদীঘির কেসি দে রোডস্থ আবাসিক হোটেল ‘আল ছালেহ’র একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রকৃতি রঞ্জন চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার গোপাদেবী চাকমার স্বামী। তার বাড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায়।
এ বিষয়ে জানতে গোপাদেবী চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার অনুপস্থিতিতে বাড়ি থেকে দুদিন আগে আমার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নিয়ে যায়। তখন আমরা খাগড়াছড়ি ও দিঘীনালা থানায় খোঁজ নিই। কিন্তু পুলিশ সন্ধান দিতে পারেনি। পরবর্তীতে চট্টগ্রামের কোতোয়ালী থানা থেকে ফোন দিয়ে আবাসিক হোটেলে তার মরদেহ পাওয়া গেছে বলে জানানো হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, লালদীঘির আল ছালেহ নামে একটি আবাসিক হোটেল কতৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া ব্যক্তির গ্রামের বাড়ি দীঘিনালার বাবুছড়ায় খবর দেওয়া হয়েছে।