চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির হালিশহরের একটি গোডাউন থেকে আবু মোতালেব নামে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) বিকাল তিনটার দিকে বসুন্ধরা আবাসিকের (উত্তর আগ্রাবাদ) তিন নম্বর সড়কের পাশে জাহানারা ম্যানশন নামে বাড়ির গোডাউন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আবু মোতালেবের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায়। তবে, তিনি থাকতেন হালিশহর জাহানারা ম্যানশনের ওই বাড়িতে।
স্থানীয়রা জানায়, বসুন্ধরা আবাসিকের তিন নম্বর সড়কের ওই বাড়িতে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
হালিশহর থানার তদন্ত কর্মকর্তা (আইও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।’
			
		    















