চট্টগ্রাম সিটির হালিশহর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ চট্টগ্রাম।
শনিবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে হালিশহর থানাধীন উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় অভিযান চালিয়ে মো. সালমান (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার পিতা মৃত করিব আহম্মদ।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির রান্নাঘরের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।
‘গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।’
















