চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় র্যাব-৭ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে বাঁশখালীর সরল উত্তর এলাকায় এ অভিযান চালায়।
র্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁশখালী থানার সরল এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম ও সেনাবাহিনী বাঁশখালীর সরল উত্তর এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র্যাব ও সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান চলবে।
















