আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকালে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-১০ আসন থেকে প্রাথমিকভাবে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেছে দলটি।
এছাড়া, চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর মোহম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ও ১৫ আসনের মনোনয়নপ্রাপ্ত হিসেবে কারো নাম ঘোষনা দেওয়া হয়নি। এসব আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল।
নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনে নির্বাচন করবেন।
















