প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য নবসৃষ্ট সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৩ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংশোধিত গেজেট জারি করেছে।
এর মাধ্যমে গেল আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত হওয়া নতুন দুটি পদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সংশোধিত গেজেট জারি করা হয়েছে। আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু দুটি ক্যাটাগরি রাখা হয়েছে।’
মাসুদ আখতার স্পষ্ট করে জানান, সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ আর থাকছে না।
তবে, ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে কি না– এমন প্রশ্নের উত্তরে মাসুদ আখতার খান কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে।’
বলে রাখা ভাল, এর আগে গেল ২৮ আগস্ট জারি করা বিধিমালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মত সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল, যা ধর্মভিত্তিক সংগঠনগুলোর ব্যাপক বিরোধিতার মুখে পড়ে।
















