চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে শুরু হয়েছে চার দিনব্যাপী কন্টেম্পরারি নৃত্য কর্মশালা। নৃত্যরূপ একাডেমি চট্টগ্রাম এ কর্মশালার আয়োজ করে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিথি নাট্যব্যক্তিত্ব সঞ্জীব বড়ুয়া, নৃত্য প্রশিক্ষক অনন্য বড়ুয়া ও স্বপন বড়ুয়া, ইন্দোনেশিয়ার ইম্পোর্ট এক্সপোর্ট ইনকর্পোরেশনের মার্কেটিং ডিরেক্টর জেবা বড়ুয়া।
ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিল্লোল দাস সুমন, রিয়া দাশ চায়না, মো. কামাল, তন্বী বড়ুয়া ও ফোরকান রাসেল।
নৃত্যরূপ একাডেমির প্রতিষ্ঠাতা ও কর্মশালার মুখ্য সমন্বয়ক প্রিয়াংকা বড়ুয়া বলেন, ‘নৃত্যরূপ একাডেমি চায়- আমাদের শিক্ষার্থীরা ধ্রুপদী নৃত্যকলার পাশাপাশি সৃজনশীল ও সমসাময়িক নৃত্যেও দক্ষ হয়ে উঠুক। নৃত্যের বিভিন্ন আঙ্গিকের স্বাদ গ্রহণ করুক, নিজেদের ভেতর নৃত্যশিল্পের সমূহ তাড়নাকে জাগিয়ে তুলুক, নৃত্যের চর্চায় মনোনিবেশ করুক। এই প্রথমবারের মতো কন্টেম্পরারি নৃত্য কর্মশালার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
কর্মশালা পরিচালনা করছেন বাংলাদেশের উদীয়মান এবং স্বনামধন্য কন্টেম্পরারি নৃত্য শিল্পী ও নৃত্য চর্চার প্রতিষ্ঠান আলিফিয়া স্কোয়াড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক মোফাসসাল আলিফ। সহযোগী প্রশিক্ষক হিসেবে সাথে আছেন নৃত্যশিল্পী মো. ফাহিম মন্ডল।
















