চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্যদের নিয়ে মোবাইল সাংবাদিকতার বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সিইউজের সিনিয়র সহ সভাপতি রুবেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি স ম ইব্রাহিম, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এতে বক্তৃতা করন।
সিইউজের সহ সভাপতি অনিন্দ্য টিটো, প্রতিনিধি ইউনিট প্রধান সোহেল সরওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩৫ জন সাংবাদিক কর্মশালায় অংশ নিয়েছেন।
















