চট্টগ্রাম সিটির চান্দগাঁও থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো র্যাব-৭’-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সরফতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেসময় একটি সিএনজিতে থাকা তিন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান (৩৭), শহিদুল ইসলাম (২৫) ও জসিম উদ্দিন (২৮)।
সিএনজি চালক মোহাম্মদ ইমন (২৫) জানান, তিনি ভাড়ায় চালিত সিএনজি চালক এবং যাত্রীদের বহন করা মালামালের বিষয়ে অবগত ছিলেন না।
পরবর্তী আটক তিনজনের দেখানো মতে সিএনজির সিটের পেছন থেকে তিনটি প্লাস্টিকের বস্তা ও দুইটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। এতে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা এবং ফেনসিডিলের মূল্য প্রায় ৩ লাখ ৯৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যসহ সিএনজি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
















