চট্টগ্রাম: বাংলাদেশের ৬৪ জেলায় মূকাভিনয় প্রদর্শনীর যাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। দেশের প্রাচীন ও শক্তিশালী এই নীরব শিল্পধারাকে সর্বত্র ছড়িয়ে দিতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় “মূকাভিনয়ের শিল্পযাত্রা”র।
এই আয়োজনের মূল উদ্যোক্তা প্যান্টোমাইম মুভমেন্ট ও দ্য মামার্স। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে উদ্বোধনী অনুষ্ঠানটি হয় দুই পর্বে।
প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্যান্টোমাইম মুভমেন্টের তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার সনদপত্র বিতরণ ও আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন শিশির দত্ত এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোলেমান মেহেদী।
দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় যৌথ মূকাভিনয় প্রদর্শনী “নৈঃশব্দ্যের গল্প” ও “নৈঃশব্দ্যের গর্জন”। প্রথম প্রযোজনায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের “বীর পুরুষ” ও কাজী নজরুল ইসলামের “লিচু চোর” কবিতা অবলম্বনে নির্মিত মূকাভিনয়। নির্মাণে ছিলেন জয়নুল জয়, নির্দেশনায় সোলেমান মেহেদী ও জয়নুল জয়।
অন্যদিকে, দ্য মামার্স পরিবেশন করে “নৈঃশব্দ্যের গর্জন” প্রযোজনা, যার রচনা, নির্দেশনা ও অভিনয়ে ছিলেন শহিদুল মুরাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহিদুল মুরাদসহ আয়োজক সংগঠনের সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, আর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশের খবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্যান্টোমাইম মুভমেন্টের সাধারণ সম্পাদক শান্তনু দাশ।
দেশব্যাপী এই মূকাভিনয় প্রদর্শনী চলমান থাকবে বলে জানিয়েছে আয়োজকরা। তাদের প্রত্যাশা—যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে এই নীরব শিল্পধারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।
















