বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম নাট্যদল ‘চট্টল থিয়েটার’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল চারটায় দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, সুধী সম্মিলনী ও নাট্যাভিনয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টল থিয়েটারের দলপ্রধান নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী। সভায় বক্তব্য দেন নাট্যকর্মী নাজিম উদ্দিন মিন্টু, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম ও অভিজিৎ নাথ জুয়েল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘নাটক সমাজের দর্পণ, যা মানুষের চিন্তা ও চেতনায় পরিবর্তন আনে।’
নাট্যচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান তারা।
শেখ শওকত ইকবাল চৌধুরী বলেন, “নাট্যকর্মীদের নাট্যচর্চার মাধ্যমে মানবিক সমাজ গড়ে তুলতে হবে এবং দেশপ্রেম উজ্জীবিত করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, ‘মাটি ও মানুষের কল্যাণে নাট্যকর্মীদের নিবেদিত হয়ে সবার জন্য বাসযোগ্য সমাজ গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে শুভেচ্ছা জানান অনন্য থিয়েটারের সুচরিত চৌধুরী টিংকু, আসর নাট্য সম্প্রদায়ের শাহ তামরাজ উল আলম, থিয়েটার স্লোগানের লালন দাশ, বীজন নাট্য গোষ্ঠীর মোশাররফ ভূঁইয়া পলাশ, নাট্যকর্মী মুজিবুর রহমান, মোমেনা আক্তার লাইজু, বাপ্পি হায়দার, নাসিমা আক্তার রক্সি, ওবাইদুল ইসলাম লাভলু, ইন্তিরা জাহান, সাইকা পুস্পা, জ্যোতি শর্মা, রিয়াজ উল কবির।
শেষে চট্টল থিয়েটারের নাট্যকর্মীরা দলের বিভিন্ন নাটকের অংশবিশেষ পাঠ ও পরিবেশন করেন।
















