ঢাকা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, লেখক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদার গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বেসরকারী ডেল্টা লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বার্ধক্য ও দন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
এ বীর মুক্তিযোদ্ধাকে দেখতে রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে হাসপাতালে গেলেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। অসুস্থ আবু সাঈদ সরদারের শয্যাপাশে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন ও তার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া/আর্শিবাদ চেয়েছেন মোজাফফর।
এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মো. সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আলম, বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সাব এডিটর মোফাচ্ছেল চৌধুরী মানিক শাহ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) আবু সাঈদ সরদারের অস্ত্রোপচার করেন হাসপাতালে ডেন্টাল প্রফেসর ডাক্তার আনোয়ার সাদাত।
মোজাফফর আহমদ বলেন, ‘প্রাকৃতিক ও বয়সের কারণে বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।’
দ্রুত সময়ে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।
















