চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির রিয়াজউদ্দিন বাজার এলাকায় ছয়তলা একটি ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিব শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
সিটির কাপড়ের ব্যবসায় এলাকা হিসেবে পরিচিত রিয়াজউদ্দিন বাজার এলাকার এনএইচ চৌধুরী প্লাজায় আগুনের এ ঘটনা ঘটেছে। ভবনটিতে দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে আগুন।
প্রত্যক্ষদর্শী সরোয়ার আলম জানান, প্রথমে দোকানদার, কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হলে তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনের লেলিহান শিখা বেশি হওয়ায় আরো পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদেরকে রিয়াজউদ্দিন বাজার এলাকার দোকানদার, কর্মচারীর আগুন নিয়ন্ত্রণে পূর্ণ সহায়তা করে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, আগুনের ঘটনার সংবাদ শোনার সাথে সাথেই নন্দনকানন, আগ্রাবাদ, চন্দনপুরা এলাকার তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা বেশি থাকায় আরো পাঁচটি ইউনিট নিয়ে আসা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি জানান, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আব্দুল মালেক আরো জানান, প্লাস্টিক ও মনোহারী গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানা যাবে।
রিয়াজউদ্দিন বাজার এলাকায় কয়েক হাজার কাপড়ের দোকানে লক্ষাধিক মানুষ কাজ করে।
















