সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বড়দারেগাহাট এলাকার উত্তর ফেদাইনগর গ্রামে একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌসসহ এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মোমিন জানান, রাত তিনটার দিকে ৭-৮ জনের সশস্ত্র দল সাংবাদিক হাসান ফেরদৌসের বাড়িতে ঢুকে। সেখান তাদের বাড়ির কেয়ারটেকার মো. রফিক মিয়াকে মারধর, অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজার তালা ভেঙ্গে আলামারী খুলে তাণ্ডব চালায়। অবশ্য এ সময় বাড়িতে সাংবাদিকের পরিবারের কেউ ছিলেন না।
পরে, ডাকাত দল পার্শ্ববর্তী আমান উল্লাহ মেম্বার ও নাদেরুজ্জামানের বাড়িতে লুটপাট করে। সেখানেও তারা অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ব্যাপারটি সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে জানানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল দেখেছে। ভুক্তভোগীরা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
















