চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির কোতোয়ালী থানাধীন জহুর হকার্স মার্কেটের পাঁচটি দোকানে আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় প্রবেশমুখের হাজী নুর সোবহান ক্লথ স্টোর নামে একটি থান কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।
জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন জানান, সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার (১ ফেব্রুয়ারি) সব দোকান বন্ধ ছিল। এর মধ্যে সকাল সাড়ে ১১টায় প্রবেশমুখের দিকের হাজী নুর সোবহান ক্লথ স্টোর নামে একটি থান কাপড়ের দোকানের দোতলার গুদামে আগুন লেগে যায়। পরে, এ আগুন আরো চারটি দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘গুদামে বেশ কিছু কাপড় ছিল। আগুনে প্রায় সবগুলো কাপড় পুড়ে গেছে। দোকান মালিক মো. ওসমান জানিয়েছেন আগুনে, তাদের প্রায় দেড় কোটি টাকার মত কাপড় পুড়ে গেছে। অপর চারটি দোকানের ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন।’
আমিন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসকে ফোনে জানাই। এ তিন স্টেশনের ছয়টি গাড়ি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের টিম।
ফায়ার কর্মীরা বলেছেন, ‘তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।’