চট্টগ্রাম: দৈনিক যুগান্তরের ২৫তম বছরে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যুগান্তর চট্টগ্রাম ব্যুরো অফিস। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতাদের উপস্থিতিতে রঙিন আয়োজনে ২৫ বছর পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কাটেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্বাস আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক স ম শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সিএমপির উপ পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও যুগ্ন সম্পাদক ইয়াসিন চৌধুরীর লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চসিকের ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন, ইন্ডিপেন্ডেন টিভির ব্যুরো চীফ আলমগীর সবুজ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মুস্তাফিজুর রহমান, দৈনিক নতুন সময় চট্টগ্রাম জেলার প্রতিনিধি ইসমাইল ইমন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ‘পত্রিকার সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক, সমাজের দর্পণ। দৈনিক যুগান্তর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে যে জাগরণ সৃষ্টি করেছে, তা আগামীতেও অব্যাহত রাখবে।’