চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলায় বিস্কুট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ লাখ টাকা দামের বিস্কুটের ৮০টি কার্টুন জব্দ করা হয়েছে। পরে, অনুমোদনহীনভাবে তৈরি করা এসব কর্ণফুলী নদীতে বিস্কুট ফেলে দেয়া হয়েছে। সীলগালা করা হয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহায়তায় এ অভিযান চালানো হয়।
পিযুষ কুমার চৌধুরী জানান, অভিযানে চরপাথরঘাটা ইউনিয়নের মইজ্জ্যারটেক এলাকার এলিগেন্ট ফুড নামের প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদনহীন ক্ষতিকর কেমিকেল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. আসিফের উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। প্রতি কার্টুনে দশ প্যাকেট করে বিস্কুট রয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।
পরে, জব্দকৃত বিস্কুটগুলো নতুন ব্রিজের দক্ষিণ পাড়স্থ কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়।
অভিযানে অংশ নেন বিএসটিআই চট্টগ্রামের সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার পুলিশের একটি দল।