সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর শওকত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাহবুব আলমকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত একটা ২০ মিনিটের দিকে আকিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উত্তর আকিলপুরের শাহ আলম প্রকাশ মদন আলীর পুত্র।
২০২১ সালে মার্চ মাসে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিকটিম শওকত নিহত হয়। ওই হত্যাকান্ডের ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে মামলা করা হয়, যার মধ্যে গ্রেফতারকৃত আসামি মাহবুব আলম অন্যতম।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাহবুব আলমকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।