বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট চট্টগ্রাম মহানগরী পর্যায়ে বালক গ্রুপে কোতোয়ালী থানা দল চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাত করেন এবং ট্রফি হাতে তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মেয়র বলেন, সুস্থ সবল জাতী গড়ে তুলতে ক্রীড়ার বিকল্প নেই। তিনি মহানগরীর সকল ওয়ার্ডে খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করার কথা বলেন।
এ সময় চসিক প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো গিয়াস উদ্দীন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, গোলাম মোহাম্মদ জোবায়ের, সলিমউল্লাহ বাচ্চু, নুরুল আলম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, শাহেদ ইকবাল বাবু, মো. আতাউল্লাহ চৌধুরী, মো. মোরশেদ আলী, আবুল হাসনাত মো বেলাল, নুরুল আমিন, মো. আব্দুল মান্নান, কাজী নুরুল আমিন, কোতায়ালী জোনের টিম ম্যানেজার মো. মোশাররফ হোসেন লিটন, কোচ মো. মহসিন সাজু সহ কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।